ভারতে পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

0
491

খবর৭১:ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের বেশ কয়েকটি স্থানে বজ্রপাত হয়েছে। এতে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে।
এ ছাড়া এই রাজ্যে বজ্রপাতে আরো আট জন আহত হয়েছেন।
সোমবার ভারতের কর্মকর্তারা এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিহার রাজ্যের মধুবানি, মুজাফফরপুর, সুপল, ভাগলপুর, মাধেপুরা ও পুর্নিয়া জেলা বজ্রপাতে ওই হতাহতের ঘটনা ঘটে।

অপর এক কর্মকর্তা জানান, গত ২৪ ঘন্টায় এই সব হতাহতের খবর পাওয়া গেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তিনি প্রাকৃতিক এই দুর্যোগে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামী ৪৮ ঘন্টা বিহার ও পশ্চিম বঙ্গ রাজ্যে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here