আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

0
416

খবর৭১:আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরো কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত সময়ে ঝড়, দমকা হাওয়া ও সাথে থাকবে ভারি বর্ষণ।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস যখন ওয়েবসাইটে দেখা যাচ্ছিল তখনই ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। আকাশে প্রচণ্ড গর্জনের সাথে সাথে অনেক এলাকায়ই বৃষ্টি হচ্ছে।

ওদিকে, পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও নোয়াখালীসহ দেশের প্রায় সর্বত্রই ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় বহু মানুষের মৃত্যু হয়েছে বজ্রপাতে। রবিবারই মারা গেছে অন্তত ১৬ জন। গত এক মাসে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here