খবর৭১:পাবনা প্রতিনিধি:আনন্দ উচ্ছাসে অনুষ্ঠিত হলো পাবনার অন্যতম প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান রাধানগর মজুমদার একাডেমী (আর এম একাডেমী) স্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান। নতুন আর প্রাক্তণ শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছিল ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় প্রাঙ্গণ।
দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন ছিল শুক্রবার। এদিন বিকেলে স্কুল প্রাঙ্গনে গিয়ে হাজির হন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মজীবি সাবেক শিক্ষার্থীরা। দেশের বাইরে থেকেও আসেন অনেকে। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠিকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। বুকের সাথে জড়িয়ে ধরেন বন্ধুকে। মেতে ওঠেন হাসি, গান, আড্ডা, খুনসুঁটি আর স্মৃতি রোমন্থনে। এদের কারো বয়স ৯০, আবার কারো ৮০। ছিলেন বর্তমান প্রজন্মের ছাত্র সহ পঞ্চাশোর্ধ বয়সী সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ছিল বৃক্ষরোপণ, কেক কাটা, ঢাকা কমিটিকে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশবাজি-ফানুস ওড়ানো।
অনুষ্ঠানে অংশ নেন দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম রবি, এক সময়ের প্রখ্যাত ছাত্রনেতা নজমুল হক নান্নু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম সাইদুল হক চুন্নু, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আ.স.ম আব্দুর রহিম পাকন, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, এক সময়ের বিশিষ্ট ক্রিকেটার মির্জাউল হোসেন তারা, মুক্তার হোসেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল, পাবনা পৌরসভার প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সাধারন সম্পাদক তাজুল ইসলামসহ অসংখ্য প্রাক্তণ শিক্ষার্থী।
প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দমুখর করতালীতে সকলকে সাথে নিয়ে কেক কাটেন দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চ্প্পুু। প্রাক্তন শিক্ষার্থীদেরকে একাডেমি চত্বরে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান, প্রাক্তন ছাত্র পুনর্মিলনী কমিটির সভাপতি কামরুল হাসান মিন্টু, সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, আলহাজ্ব আব্দুল হান্নান, দেওয়ান মাহবুব, মিজানুর রহমান মিজু, মোস্তাফিজুর রহমান স্ইুট, রফিকুল ইসলাম রুমন, ফজলুর রহমান তপনসহ কয়েকজন।
দু’দিনের আয়োজনের শেষদিন শনিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গ্রামীণ ঐতিহ্য মহিষের গাড়ি নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে হৈ হুল্লোরে মেতে ওঠেন নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠাস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ, দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নজরুল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি সহ অতিথিরা। পরে আলোচনা পর্বে শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন প্রাক্তণ শিক্ষার্থীরা। এছাড়াও ছিল স্কুলভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শনী, র্যাফেল ড্র। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক মাতাবেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী নগর বাউলের জেমস।
খবর৭১/জি: