কুড়িগ্রামের চিলমারীতে ৬ বছরের শিশু বলৎকারের শিকার

0
348

বিদ্যুৎ মিয়া, চিলমারি(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ৬ বছরের এক (ছেলে) শিশু বলৎকারের শিকার হয়েছে। অসুস্থ অবস্থায় ওই শিশুকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে উপজেলার চরপাত্রখাতা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রোববার দুপুরের দিকে চরপাত্রখাতা এলাকার দিনমজুর মোস্তফা রহমানের ৬ বছরের ছেলে শিশুকে বাড়ীতে একা পেয়ে একই এলাকার সাইদুর রহমানের ছেলে আকিমুল ইসলাম (১৮) ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক বলৎকার করে। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে আকিমুল তার চাচির ঘরে আটকে রেখে গা ঢাকা দেয়। পরে শিশুটির চিৎকার পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নেয়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে দায়িত্বরত ডাক্তার কুড়িগ্রাম হাসপাতালে রেফার্ড করে।
চিলমারী হাসপালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার নাজমুল ইসলাম (সেকমো) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চিলমারী থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here