মাগুরা প্রতিনিধিঃ বৈশাখ উপলক্ষে মাগুরার মহম্মদপুরের বাবুখালি হাইস্কুল মাঠে গতকাল এক প্রীতি মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।
মিনিষ্টার-মাই ওয়ানের সহযোগিতায় বন্ধন ইলেকট্রনিক্স এর পৃষ্ঠপোষকতায় বাবুখালি ফুটবল একাদশ এ প্রীতি মহিলা ফুটবল ম্যাচের আয়োজন করে । ম্যাচে নড়াইল জেলা মহিলা ফুটবল একাদশ মুখোমুখি হয় যশোর জেলা মহিলা ফুটবল একাদশের । তুমুল উত্তেজনাপূর্ণ এ ম্যাচে প্রথম আর্ধের ১৭ মিনিটে নড়াইল মহিলা ফুটবল দলের চৌকশ খেলোয়াড় শেফালি ১ টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় । পরে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে যশোর জেলা মহিলা দলের পক্ষে মুনিয়া গোল পরিশোধ করে সমতা ফেরায় । নির্ধারিত খেলা শেষে দু’দলের কেউ কোন গোল করতে না পারায় শেষে গোলশূন্য ড্র থেকে যায় এবং খেলা শেষ হয় । খেলা পুরুষ দর্শকের পাশাপাশি মহিলা দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মত । খেলার ধারা বিবরণী প্রকাশ করেন জাতীয় ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় ।
খবর ৭১/ইঃ