খবর ৭১ঃ সিরিয়ার হোমস শহরে অবস্থিত তাইফুর বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় রোববার দিবাগত রাতে ওই হামলার ঘটনা ঘটে। তবে কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।
সিরিয়াভিত্তিক বার্তা সংস্থা সানার বরাত দিয়ে খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
তাইফুর ঘাঁটিটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রিত। সেটি টি-ফোর নামেও পরিচিত।
এর আগে গতকাল রোববার সিরিয়ার পূর্ব ঘৌতা অঞ্চলের দৌমা শহরে রাসায়নিক বোমা হামলা চালানোর অভিযোগ আনা হয় সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে। ওই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে জানায় সিরিয়াভিত্তিক স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল হোয়াইট হেলমেট। তাদের প্রকাশিত কয়েকটি ছবিতে মেলে হামলায় নিহতের প্রমাণ।
তবে কোনো ধরনের রাসায়নিক হামলার কথা একেবারেই নাকচ করে দেয় আসাদ সরকার।
খবর ৭১/ইঃ