বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি কোকোর স্ত্রী

0
401

খবর ৭১ঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেলেও সাক্ষাত পাননি তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। বেলা ১২টার দিকে তিনি সেখানে যান। তবে গাড়ি থেকে নেমে সিঁথি কেবিন ব্লকে ঢুকতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয়। এসময় জাতীয়তাবাদী মহিলা দলের একদল নেতাকর্মী তাকে ঘিরে স্লোগান দিতে থাকে। সেখান থেকে পুলিশ আটক করে পাঁচজনকে। পরে হাসপাতালের পরিচালকের কক্ষে ঢোকেন কোকোর স্ত্রী-সন্তানরা। সেখানে দীর্ঘক্ষণ বসে থাকার পরও তাদের খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। পুলিশ জানিয়েছে, কারা কর্তৃপক্ষের অনুমতি না থাকায় খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here