উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম নড়াইলে যোগদানের পর থেকেই জুয়া, মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং, ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। কিন্তু এ নিষেধ অমান্য করে একদল জুয়াড়ি নড়াইল সদর উপজেলাধীন তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের কতিপয় জুয়াড়ি নিজ এলাকায় জুয়ার আসর বসিয়ে দিয়েছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার নিজেই বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন তাদেরকে গ্রেফতারের নির্দেশনা দেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে। আর এ নির্দেশনা পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকশ কর্মকর্তা এসআই জামারত অভিযানে নেমে পড়েন। অভিযানের এক পর্যায়ে গতকাল সন্ধ্যায় চাঁচড়া এলাকার জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হন। এ অভিযানে এসআই জামারতের সাথে সঙ্গীয় ফোর্স হিসেবে কাজ করেন এএসআই কামরুজ্জামান, মোস্তফা, আব্দুর রাজ্জাক, সোহেল, হাসান, আলমগীর, হাবিব ও নাহিদসহ, কনস্টেবল জব্বার, সোহাগ, আজাদ হুসাইন ও বায়জিদ। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম এর নির্দেশে এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার মেলায় জুয়াড়িদের ঘিরে ফেলা হয়। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কোর্টের মাধ্যমে শনিবার (৭ এপ্রিল) জেল-হাজতে প্রেরণ করা হয়। ###