সুন্দরবনের আরও ৩ দস্যু বাহিনীর আত্মসমর্পণ

0
327

খবর ৭১ঃ দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের আরও তিন দস্যু বাহিনী।

রোববার বিকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমপর্ণ করেন দস্যু বাহিনীর সদস্যরা।

এবারও যমুনা টেলিভিশনের মধ্যস্থতায় ‘ছোট সুমন’, ‘ডন ‘ ও ‘ছোট জাহাঙ্গীর’বাহিনীর ২৭ সদস্য আত্মসমর্পণ করেন। এ নিয়ে সুন্দরবনের ২০টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করলো।

২০১৬ সালে এই আত্মসমপর্ণ প্রক্রিয়া শুরু হয়। সুন্দরবনের বেশিরভাগ দস্যু বাহিনী আত্মসমর্পণ করে সরকারের কাছে তাদের অস্ত্র জমা দিয়েছে। এতে আগের চেয়ে নিরাপদ হয়েছে সুন্দরবন।

আত্মসমর্পণের প্রভাব কেমন এমন প্রশ্নে র‍্যাব-৮ এর মেজর সোহেল রানা বলেন, বর্তমানে আমরা জেলে ও স্থানীয় মানুষজনের কাছে জানতে পেরেছি এখানে যে দস্যুদের উৎপাত ছিলো তা অনেক কমে গেছে। আশা করছি আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পারবো।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here