দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া মহিলা কলেজের আয়োজনে কলেজের ইতিহাস বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক দুলু মিয়া এবং প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের স্মরণ সভা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ শামসুল হক আকন্দের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম, প্রয়াত সহকারী অধ্যাপক দুলু মিয়ার ছেলে শাহেদ হাসান জিতু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, দুপচাঁচিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বুলেট, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, অধ্যক্ষ আবুল বাশার, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব আব্দুল আলী, জাহেদুর রহমান, আলহাজ্ব তছলিম উদ্দিন তালুকদার, আব্দুল মজিদ, ইদ্রিস আলী, আব্দুল মান্নান, উপাধ্যক্ষ আক্তারুন্নেছা, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, প্রভাষক তৌহিদুল হোসেন মহলদার, প্রদর্শক এমদাদুল হক প্রমুখ। পরে প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর ৭১/ ই: