খবর ৭১: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে। শনিবার (১০ মার্চ) দুপুর ৩টা থেকে কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এই জনসভা শুরু হয়। এতে উপস্থিত আছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
কেন্দ্র ঘোষিত তৃতীয় পর্যায়ের কর্মসূচিতে খুলনা হাদিস পার্কে আয়োজনের কথা ছিল। পরে সেখানে আওয়ামী মহিলা লীগ পাল্টা সমাবেশের ডাক দিলে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। পরে বিএনপি সার্কিট হাউজে করতে চাইলেও অনুমতি মেলেনি। সর্বশেষ দলীয় কার্যালয়ের সামনে করতে চাইলে প্রধান বাধা দেয়া হয়। শনিবার সকালেও দলীয় কার্যালয়ের সামনে বিপুল পুলিশ অবস্থান।
পরে দুপুরে পুলিশের মৌখিক অনুমতির প্রেক্ষিতে সমাবেশ শুরু হলে মহানগর, জেলা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এই জনসভায় অংশ নেয়।
বিএনপি অফিসের দুই পাশের সড়ক, খুলনা হাদিস পার্ক, পুরাতন যশোর রোড, পিকচার প্যালেস মোড় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে পুলিশের সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছে।