‘নির্বাচনের নামে প্রহসনে যাবে না বিএনপি’

0
336

খবর ৭১ঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তবে নির্বাচনের নামে কোন খেলা বা প্রহসনে যাবেনা। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক মুভমেন্ট’ আয়োজিত ‘কারাবন্দী দেশনেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ‘ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়ার রায়ের পর সারা দুনিয়ার কাছে এই সরকার ও বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্জন কারাগারে খালেদা জিয়ার কষ্ট হচ্ছে তবে রাজনীতিবিদ খালেদার কোন ক্ষতি হয়নি। আগে দেশনেত্রী ছিল এখন দেশমাতা হয়েছেন। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে।

সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here