আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে মামা-ভাগ্নের মৃত্যু

0
332

খবর৭১: কক্সবাজার সদরে সৌদি প্রবাসী এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনায় এ ঘটনা ঘটে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, সদরের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর মো. আব্দুল্লাহ (১৫) ও তার ভাগ্নে মো. শাহরিয়ার (৮)।

পুলিশ জানায়, ভোরে ভোমরিয়া ঘোনায় সৌদি আরব প্রবাসী রশিদ আলমের বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িটির অন্য সদস্যরা বের হয়ে আসতে সক্ষম হলেও ওই দুইজন পুড়ে মারা যান। তবে কীভাবে আগুন লেগেছিল তা জানা যায়নি।

মৃত আব্দুল্লাহ রশিদ আলমের স্ত্রীর মামাত ভাই এবং শাহরিয়ার রশিদ আলমের স্ত্রীর মামাত বোনের ছেলে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here