গাইবান্ধায় বিএনপি’র মিছিলে পুলিশের লাঠিচার্জ- রাবার বুলেটঃ আটক- ২০

0
372

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে গাইবান্ধা জেলা শহরে বৃহস্পতিবার বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলগুলো ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও দু’স্থানে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এছাড়া, ২০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবী করছে জেলা বিএনপি। রায় ঘোষণার পর জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদের নের্তৃত্বে ডিবি রোডে একটি বিক্ষোভ মিছিল বের হলে মহিলা কলেজের সামনে পুলিশ মিছিলটিকে বাঁধা দেয়া ছাড়াও ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে। এসময় খন্দকার আহাদ আহমেদ, বিএনপি নেত্রী দিলরুবা বানু ঝর্ণা, তমা, মুনমুনসহ ৬ জনকে আটক করে। এছাড়া শহরের কাঠপট্টি এলাকা থেকে মিছিল করার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, শহর যুবদলের সভাপতি রাগিব হাসান উৎপলসহ ৩ জন নেতাকর্মীকে আটক করে। রায় ঘোষণার আগে জেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া খন্দকার জিমের নেতৃত্বে একটি মিছিল জেলা বিএনপি কার্যালয়ের দিকে এলে ১নং ট্রাফিক মোড়ে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় ৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। সেখানে জাকারিয়া খন্দকার জিম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান রনি, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন আনাম, শাহীনসহ ১১ জনকে আটক করে পুলিশ। সদর থানার ওসি শাহারিয়ার জানান, ছাত্রদলের মিছিলটি দলীয় কার্যালয়ের পাশে আসলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। ৭ রাউন্ডফাঁকা গুলি ছোড়া হয়। এসময় ১১ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশী টহল আরও জোরদার করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে, এ রায়কে কেন্দ্র করে জেলা শহরসহ ৭ উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনগুলো।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here