খালেদা জিয়ার মামলার রায়ে সাজার খবরে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

0
335

কুড়িগ্রাম প্রতিনিধি :
বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার রায়ে ৫ বছরের জেল হওয়ার খবর কুড়িগ্রামে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থান নেয়া ছাত্রলীগকর্মীরা রায়ের ঘোষনার সাথে সাথে আনন্দ উল্লাস করে। পরে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করে। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদ্দুনবী সাগর, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব প্রমূখ।
অন্যদিকে বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতার আশংকায় বুধবার সন্ধা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন জামায়াত-শিবীরের নেতাকর্মী ও ১৫ জন বিএনপি’র নেতাকর্মী।
এদিকে রায়কে ঘিরে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে অবস্থান নিয়েছে। সকাল থেকে শহরের রাস্তায় টহল অব্যাহত রেখে পুলিশ, র‌্যাবসহ বিজিবি। শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তায় কমে গেছে যান বাহনের সংখ্যাও। তবে কোথাও বিএনপি’র কোন কর্মকান্ড লক্ষ্য করা যায়নি।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here