খবর৭১:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে পড়ে একজন মারা গেছেন। এতে আহত হয়েছে কমপক্ষে পাঁচজন ও এ ঘটনায় আটকা পড়েছেন বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
বিমানবন্দর থানার এসআই ফরহাদ সাংবাদিকদের জানান, দেয়ালধসের ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেয়ালের নিচে অনেকেই চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
খবর৭১/জি: