খবর৭১:বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাশরুকুর রহমান মাশুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ নিয়ে যায় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
খন্দকার মাশুকুর রহমানের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামে।
এ ছাড়া শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও রাজশাহী জেলা বিএনপির সম্পাদক মতিউর রহমান মন্টুসহ ৬জন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে নাজিম উদ্দিন আলমের বাস ভবন থেকে আমানসহ তাকে আটক করা হয়।
খবর৭১/জি: