ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতি’র কমিটি গঠন: জহিরুল আবেদীন সভাপতি ও দুলাল সাধারণ সম্পাদক

0
407

ফেরদৌস রহমান রূপক:
ঢাকায় বসবাসরত শরীয়তপুরের সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতি’র কমিটি গঠন করা হয়েছে। পূর্বে গঠিত সাবজেক্ট কমিটির সভায় সোমবার (২৯ জানুয়ারী ২০১৮) আনুষ্ঠানিকভাবে ২০১৮-১৯ মেয়াদে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র সাংবাদিক সৈয়দ জহিরুল আবেদীনকে সভাপতি ও ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সিনিয়র সাংবাদিক দুলাল হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান (পিআইবি), কাঞ্চন কুমার দে (দৈনিক ডেসটিনি), অসীম কুমার সরকার (দৈনিক বর্তমান), মো. আব্দুস সালাম (প্রথম আলো), আজিজুর রহমান (যুগান্তর), যুগ্ম-সম্পাদক রেজাউল হক রেজা (আনন্দ আলো), মহসিন বেপারী (বাসস), বোরহান উদ্দিন (অর্থকন্ঠ), সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (দৈনিক সমকাল), সহ-সাংগঠনিক সম্পাদক ফারহানা ইয়াসমিন যুথী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক আনিসুর রহমান (ফিন্যানশিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (সংবাদ মোহনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস রহমান রূপক ওরফে এফ রহমান রূপক (দৈনিক গণমুক্তি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বেনজির আহমেদ (বাংলা ভিশন), সমাজকল্যাণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহীন (দৈনিক গণমুক্তি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সজীব চন্দ্র ম-ল (এশিয়ান এজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুফী ইমরান (বাসস), ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ (বৈশাখী টিভি), কার্যকরী সদস্য মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), ফখরুল ইসলাম (সংবাদ মোহনা), শিব শংকর মোদক (এশিয়ান এজ), সাজ্জাদ হোসেন সবুজ (বাসস), রোজিনা ইসলাম (প্রথম আলো), আহমেদ উল্লাহ (দি সান), মোক্তার হোসেন (সিএনএস), মোহাম্মদ আনিসুজ্জামন (বিজনেস আওয়ার), কানিজ ফাতিমা তৃণা (সংবাদ মোহনা) প্রমূখ।
উল্লেখ্য, ঢাকায় বসবাসরত শরীয়তপুরের সাংবাদিকদের মেয়াদউত্তীর্ণ দুই সংগঠনকে একত্রিকরণ করে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র সাংবাদিকদের পরামর্শে গত ১৭ জানুয়ারি নয়াপল্টনস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক অসীম কুমার সরকারের সভাপতিত্বে দুই সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকদের উপস্থিতে সংগঠনের একটি কমিটি গঠনের ব্যাপারে ৫ সদস্যের সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটি বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে উক্ত কমিটি গঠন করে। আজ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে অবস্থিত শহীদ সাংবাদিক কর্নারে পূস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ‘ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতি’র কার্যক্রমের সূচনা করেন।- (প্রেস বিজ্ঞপ্তি)।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here