আমরা অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে চাই

0
457

খবর ৭১:বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি এবং আওয়ামী লীগ অংশ না নিলে অংশগ্রহণমূলক নির্বাচন হয় না’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা মনে করি সব নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। অংশগ্রহণমূলক হবে।

না হলে সেটা হবে নির্বাচনের নামে প্রহসন বা খেলা। আমরা প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করতে চাই না। আমরা অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে চাই। ‘
আজ রবিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। সেই অংশগ্রহণের পথে বাধা সৃষ্টি করার কিছু চক্রান্ত আমরা দেখছি। একেবারেই কোনো কারণ ছাড়াই, কোনো প্রমাণ ছাড়া আমাদের নেত্রীকে অভিযুক্ত করার প্রচেষ্টা হচ্ছে। আমাদের নেতা তারেক রহমানকে অভিযুক্ত করার চেষ্টা হচ্ছে। সেরকম কোনো কিছু হলে অংশগ্রহণমূলক নির্বাচনেরে যে আকাঙ্ক্ষা বিঘ্নিত হবে।

আমরা আশা করি যে রকম কিছু হবে না। সবাই মিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারব। ‘
নজরুল ইসলাম খান বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আমাদের প্রার্থী ছিল। বিজয়ের বিষয়ে আশাবাদী ছিলাম। তবে এটা নির্বাচন কমিশন বন্ধ করেনি। আদালতের নির্দেশে বন্ধ হয়েছে। কাজেই তাদের কিছু করণীয় নেই। ‘

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here