খবর ৭১:মিথ্যা বলার অভিযোগে ১০ বছরের শিশুছেলেকে নির্মমভাবে মারপিট করছেন বাবা। মাথার উপর তুলে বারবার ছুড়ে দেয়া হচ্ছে। মা নিরুপায় হয়ে দরজায় দাঁড়িয়ে ঘটনা ভিডিও করছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা যাচ্ছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে কেঙ্গরি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। সম্প্রতি ভারতের বেঙ্গালুরে এ ঘটনা ঘটেছে। খবর এবেলার।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটে বেদম প্রহারের চিত্র। মহেন্দ্র নামে বছর ৩০ বয়সের ওই বাবা মিথ্যা বলার জন্য তার ছেলেকে বেল্ট দিয়ে মারে। ছেলের ক্ষমা চাওয়াতেও থেমে যায়নি বাবা। প্রথমে খাটে আছড়ে ফেলে এবং পরে বেধড়ক লাথি মারতে থাকে।
ঘটনাটি প্রায় দু’ই মাস আগের। সম্প্রতি বাচ্চাটির মা ফোনটি সার্ভিসিং করাতে দেন। সেখানকার লোকজন ভিডিওটি দেখে একটি এনজিওতে খবর দেন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
জুভেনাইল জাস্টিস আইনের ৮২নং ধারা, ইন্ডিয়ান পেনাল কোড ৩২৩ এবং ৫০৬নং ধারা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের হয়েছে মহেন্দ্রর নামে।
খবর ৭১/ এস: