সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি মাদার তেরেসা গোল্ড মেডেল সম্মাননায় ভূষিত

0
371

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা তথা শিবগঞ্জ উপজেলার প্রিমূখ ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বাংলাদেশ জার্নালিস্ট সোসাইটি এবং হিউম্যান রাইটস এর যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ড মেডেল সম্মাননা পেলেন । ২৭ জানুয়ারী ২০১৮ ইং বাংলাদেশ শিশু কল্যাণ মিলন আয়তনে জার্নালিস্ট সোসাইটি এবং হিউম্যান রাইটস আব্দুল আজিজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সেবামূলক কাজ, সাংগঠনিক দক্ষতা, সমাজ সেবা, বিভিন্ন কর্মকাণ্ড এবং শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা এবং সফল একমাত্র নারীনেত্রী হিসাবে তিনি এই মাদার তেরেসা গোল্ড মেডেল প্রাপ্ত হন। এই কৃতিত্বের স্বীকৃতির গোল্ড মেডেলটি বিচারপতি মোঃ সামছুল হুদা, চেয়ারম্যান, তদন্ত কমিশন (আপিল ডিভিশন) এর হাত থেকে তিনি গ্রহণ করেন। গোল্ড মেডেল প্রাপ্তির পর তিনি তার বক্তব্যে বলেন, এত বড় মহিয়সি নারী মাদার তেরেসার নামে গোল্ড মেডেল পাওয়াতে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তবে তার যোগ্য না হলেও অনুপ্রেরনিত হয়েছি। যা মানুষের কল্যাণে ভবিষ্যতে কাজ করে যাব ইনশাআল্লাহ্। সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডে স্বীকৃতি পদক পেয়েছেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here