শিক্ষামন্ত্রীর পিওসহ নিখোঁজ ৩ জন গ্রেফতার

0
398

খবর ৭১: শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ নিখোঁজ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য (ডিবি) বিভাগের একটি দল।

রবিবার (২১ জানুয়ারি) রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে মোতালেবকে গ্রেফতার করা হয়।

অপর দুই জন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রবিবার রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানানো হয়, রাত সাড়ে ৮টায় শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসিরুদ্দিনকে এক লক্ষ ত্রিশ হাজার টাকাসহ গুলশান এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার সাথে যোগাযোগের সূত্র ধরে মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে লেকহেড স্কুলের মো. খালেদ হাসান মতিনকে গুলশান এলাকা হতে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপকমিশনার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোতালেব ও নাসিরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মতিনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here