মাদারীপুরে আইন শৃঙ্খলালা নিয়ন্ত্রণ, ও মাদক সন্ত্রাস নির্মুলে মতবিনিময় ও আলচলনা সভা

0
311

খবর৭১:মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড এর পাকদী এলাকার আইন শৃঙ্খলালা নিয়ন্ত্রণ ও মাদক সন্ত্রাস নির্মুলে মতবিনিময় ও আলচলনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস দেওয়া হয়।

পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার জাকির হোসেন হাওলাদার এর সভাপতিত্ব, এমদাত হোসেন বিপ্লব এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিশেষ অতিথি মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার, উত্তম প্রসাদ পাঠক, সাবেক পৌসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, পৌরসভার মহিলা কউন্সিলার ডেইজি আফরোজ। এসময় বক্তরা ৭নং ওয়াডকে মাদকমুক্ত করার ঘোষনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস দেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মোল্লা, খন্দকার আশরাফ উদ্দিন, করিম খলিফা,খলিলুর রহমান মৃধা প্রমুখ।।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here