শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন

0
599

হবিগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ই জানুয়ারি রোজ শনিবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শানু এর বাসভবন প্রাঙ্গনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিলা দলের নেত্রী শাহনাজ বেগমের সভাপতিত্ত্বে¡ জেলা মহিলা দলের নেত্রী আলেয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি.কে. গউছ। বিনা বেতনে মেয়েদের স্কুল কলেজে লেখাপড়া করা, বিধবাদের জন্য বিধবা ভাতা ও ভয়স্কদের জন্য বয়স্ক ভাতা চালু করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দশ টাকা কেজি চাউল খাওয়ানোর কথা বললেও বর্তমানে সত্তর টাকা কেজি চাউল কিনছে সাধারণ মানুষ। সাথে পেয়াজের দামও বেড়ে আশি টাকা কেজি। বিএনপি সরকারের সময় মানুষ চাউল, ডাল, তেল ও পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের হাতের নাগালে ছিল। চাউলের দাম বাড়ার কারণে আগে পাঁচ কেজি চাউল কিনলে এখন তিন কেজি কিনছে এদেশের মানুষ, এদিকে সরকারের কোন নজর নেই। কিন্তু আমরা কোথায় সভা করলাম, মানুষ কত হল এটা পুলিশের নজরে লাগে। শহীদ জিয়াউর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার তাই বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল কর্মী সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন আলহাজ্ব জি.কে গউছ। কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াছমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরীয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলী। জেলা যুব দলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, হবিগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি রাখি আক্তার, বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শানু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, আ স ম আফজল আলী রুস্তম, জেলা যুবদল নেতা মর্তুজ আহমেদ রিপন, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান সিতু, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, সৈয়দ রিমেল আহমেদ, কাউন্সিলর আব্দুল জলিল, থানা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সুহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ জামান রিপন, পৌর ছাত্রদলের আহ্বায় আবু সুফিয়ান পারভেজ, যুগ্ম আহ্বায়ক নূর আলম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ কাউছার মিয়া, সাবেক ছাত্র নেতা রকিবুল হোসেন শান্টু, বিএনপি নেতা আব্দুস শহিদ মেম্বার, আব্দুল মন্নান মাস্টার, সাবু মিয়া মেম্বার, যুবদল নেতা মোঃ সাইদুল ইসলাম, নাজমুল হোসেন ফারুক, গাজিউর রহমান রানা, আরিফ হোসেন খোকন, নাছির উদ্দিন সেলিম, হাফেজ বাবুল, মোঃ রিপন মিয়া, শামিম আহমেদ নাছির, তোফায়েল আহমেদ মনির, আক্তার আহমেদ, মহিউদ্দিন দুলাল, শাহ আলম, শহিদুল ইসলাম খোকন, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ শিরিন মিয়া, মোঃ বাচ্ছু মিয়া প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here