পাবনায় ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

0
366

মো: শাহীনুর রহমান, পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার গয়েশপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম ও শরিফুল নামের দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃত সাদ্দাম হোসেন (২৬) গয়েশপুর নিকারীপাড়ার ইয়াকুব আলীর ছেলে ও শরিফুল ইসলাম (২০) একই এলাকার আব্দুল আলিমের ছেলে।
পুলিশ জানায়, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে সদর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন, ওসি (অপারেশন) হাফিজ উদ্দিন ও এসআই জহুরুলের নেতৃত্বে পাবনা সদর থানা পুলিশের একটি দল শনিবার ভোর ৬ টার দিকে সদর থানার গয়েশপুর নিকারী পাড়ায় অভিযান চালায়। এসময় আটককৃত সাদ্দামের ঘরে তল্লাশী চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সাদ্দাম ও শরিফুলকে আটক করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here