খবর৭১:সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা সহ সাইদ নামে এক মাদক ব্যবসায়ীতে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামের মোবারক হোসেনের ছেলে সাইদুর রহমান সাইদ দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ১৫০ পিস ইয়াবা সহ সাইদকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত সাইদের বিরুদ্ধে থানায় ৫টি মাদক মামলা রয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
খবর৭১/জি: