আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি:পটুয়াখালী পুলিশ সুপার।

0
366

রাকিব হাসান,পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান যোগদানের পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় মাদক নির্মুলসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে মতবিনিময় সভা ও বিট পুলিশিং সভার মাধ্যমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, নৌঘাটি ও পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সাথে আইনী সহযোগিতার নানান বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন।
এবং বিকালে কলাপাড়া পৌরসভার সামনে স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণকে নিয়ে বিট পুলিশিং এর বিশাল উঠান বৈঠক করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহামেদ, পৌর মেয়র বিপুল হাওলাদার, আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলাউদ্দিন মিলন। এসময় জনগণকে পুলিশের বন্ধু হিসাবে সকল কাজে সহযোগিতার আহবান জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি, করব।
দখিনের এ জনপদের উন্নয়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সরকারের এসব উন্নয়ন প্রকল্পের কাজ নির্বিঘ্ন চালিয়ে নিতে হলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জরুরী।
আর এ কাজে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here