মুক্তিযোদ্ধা হওয়ার বয়স কমল ৬ মাস

0
347

খবর ৭১:মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স ১৩ বছর থেকে ৬ মাস কমিয়ে সাড়ে ১২ বছর করেছে সরকার। মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স পুনর্নির্ধারণ করে বুধবার সংশোধিত পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

পরিপত্র অনুযায়ী, ১৯৭১ সালের ৩০ নভেম্বর যেসব মুক্তিযোদ্ধার বয়স কমপক্ষে ১২ বছর ৬ মাস ছিল, তারাও এখন থেকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১৯ অক্টোবর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৫০তম বৈঠকে মুক্তিযোদ্ধা হওয়ার বয়স ৬ মাস কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

২৭ অক্টোবর ‘জামুকার বৈঠকের সিদ্ধান্ত : মুক্তিযোদ্ধা হওয়ার বয়স আরও ৬ মাস কমছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর প্রায় তিন মাসের মাথায় এ সংক্রান্ত পরিপত্র সংশোধন করল সরকার।

এর আগে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স ছিল ১৫ বছর। ২০১৫ সালের ৩১ মে অনুষ্ঠিত জামুকার ৩০তম বৈঠকে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স ১৩ বছর করার সিদ্ধান্ত হয়। গত বছরের ১৯ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here