প্রচারণার জন্য ঢাকায় আসছেন না জিৎ

0
1006

খবর৭১: জিৎ এর ছবি ‘বস টু’ এবার ঈদে ঢাকায় মুক্তি পাবে। তাই ছবিটির প্রচারণার জন্য আগেভাগেই ঢাকায় এসে উপস্থিত হচ্ছেন কলকাতার নায়ক জিতেন্দ্র মদনানী জিৎ, এমনটাই ঢালাও করে প্রচার হয় ঢাকাই মিডিয়া।

তিনি জানিয়েছিলেন ভক্তদের জন্য বাংলাদেশে এসে তিনি উপস্থিত হবেন ৫ জুন। আর এসেই তিনি ছবিটি দেখতে বাংলাদেশি দর্শকদের আহবান জানাবেন।

কিন্তু হঠাৎ করে জানা গেল নায়ক জিৎ আপাতত ঢাকায় আসছেন না। জাজ সূত্রে জানা যায়, অনিবার্য কারণবশত আপাতত তিনি ৫ জুন ঢাকায় আসতে পারছেন না। তবে পরে যে কোনো একদিন ছবি প্রচারণার জন্য আসবেন বলে জানা যায়।

যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ প্রযোজনা করেছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড। পরিচালনা করেছেন বাবা যাদব। এর আগে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছিলেন, ৫ জুন বিকালে ঢাকায় আসবেন জিৎ। ওই দিন সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং ‘বস টু’ ছবির পোস্টার উন্মোচন করবেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here