হবিগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
364

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জান্নাতুল নাইম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকারচক গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতেও খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে জান্নাতুল। বুধবার সকালে তার কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াছিনুল হক জানান, বিষয়টি শুনেছি বিস্তারিত জানতে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।
খবর৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here