জগন্নাথপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

0
364

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে জগন্নাথপুরে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।  মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৫শতাধিক অসহায় দরিদ্র লোকজনদের মাঝে শীতবস্ত্রের কম্বল বিতরন উপলক্ষ্যে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন, ১৬ কোটি মানুষের ভাগ্যেন্নয়ন ও আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তিনি বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুরসহ জেলাব্যাপী উন্নয়নের মহাজাগরন সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি আবারো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতেআগামী জাতিয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে জনগনের প্রতি আহবান জানান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও লেখক মাসুক ইবনে আনিছ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য বেডফুড আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কবেরী, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দিপাল কান্তি দে দ্বীপাল, সহ-সভাপতি নুরুল হক, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, আওয়ামী লীগ নেতা কদরিছ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি সায়মন হোসেন, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ আহদ ভুইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে আসহায় দরিদ্র লোকজনদের মাঝে শীতবস্ত্রের কম্বল তুলে দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here