জগন্নাথপুরে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৭প্রার্থীর মনোনয়পত্র দাখিল

0
343

জগন্নাথপুর প্রতিনিধি :
প্রথম বারের মতো উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে নারী সদস্যা পদে উপ-নির্বাচনের ৭জন প্রার্থী গতকাল সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন নিয়ে ১আসন থেকে প্রতিদ্বন্দি প্রার্থি পৌরসভার মহিলা কাউন্সিলার মিনা রানী পাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্যা শান্তনা ইসলাম, পাটলী, মীরপুর ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নিয়ে ২আসন থেকে পাটলী ইউনিয়ন পরিষদের সদস্যা ফেরদৌসী বেগম তানিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যা জয়গুন নেছা, আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নিয়ে ৩আসন থেকে আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্যা সেলিনা বেগম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যা রোকসানা বেগম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যা সালেহা বেগম। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো: মুজিবুর রহমান জানান, জগন্নাথপুর উপজেলা সহ জেলার ১১টি উপজেলায় ৩০জন নারী সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় গত ৮জানুয়ারি। নির্বাচনের তফশীল অনুযায়ি গতকাল সোমবার ৭জন প্রাথী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার যাছাই বাছাই, ২২জানুয়ারী প্রত্যাহার ও প্রতিক বরাদ্ধ এবং ২৯জানুয়ারি ভোট গ্রহন অনুষ্টিত হবে। উপ-নির্বাচনে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭জন নারী সদস্যা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা পরিষদে স্থাপিত ১টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলার ৩টি আসনে ৩জন নারী সদস্যা নির্বাচিত হবেন।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here