আর লটারি নয়, মেধার ভিত্তিতে অভিবাসী নেয়ার ঘোষণা ট্রাম্পের

0
729

খবর ৭১; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আর লটারি নয়, মেধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রহণ করা হবে। গতকাল রবিবার তিনি বলেন, আমেরিকাকে যারা শক্তিশালী ও উন্নত করতে পারবেন তাদেরই কেবল আনা হবে। দেশে আর মাদক আসতে দেওয়া হবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি যে আমরা তাদেরই আনবো যাদের মেধা আছে এবং যারা আমেরিকার উপকারে আসবে। লটারির মাধ্যমে কাউকে যুক্তরাষ্ট্রে আনা হবে না। আমেরিকাকে নিরাপদ করতে এবং মাদকের প্রবেশ রোধেই এই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মেধার ভিত্তিতেও যাদের আনা হবে তাদের অতীতের রেকর্ড যাচাই-বাছাই করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here