গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে তালুকদার আব্দুল খালেক, এমপির নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করে এ শ্রদ্ধা জানান। পরে সাংবাদিক নেতৃবৃন্দ সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, প্রেস ক্লাবের সভাপতি ফারুখ আহমেদ, সাধারন সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি অরুন সাহা, কাজি মোতাহার হোসেন বাবু, মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ হেদায়েত হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, দৈনিক পূর্বা লের সম্পাদক মোহাম্মদ আলী সানি, শেখ কামরুল আহসান, কৌশিক দে বাপ্পী, খুলনা ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি বাপ্পি খান প্রমুখ।
খবর৭১/এস: