উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে শুভ্রা মুখার্জী হাসপাতাল পূর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নড়াইলবাসী। সেই সাথে শুভ্রা মুখার্জী হাসপাতালের জন্য পূর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় শুভ্রা মুখার্জী হাসপাতালের নামে দানকৃত জমির দাতারাও উপস্থিত ছিলেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় নড়াইল জেলা জজকোর্টের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্য বক্তব্য প্রদান করেন নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. গোলাম নবী, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সদস্য এস.কে রুবেল, নড়াইল জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক প্রতীক বিশ্বাস প্রমুখ।নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা। সকল নেতৃবৃন্দ এছাড়া ক্লাবের সহ সভাপতি পৌর কমিশনার মাহবুব আলম, সহ-সাধারণ সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রতিনিধি বুলু দাস, দৈনিক বিডি খবরের প্রতিনিধি সাজ্জাদ, সংগঠনের নেতা কর্মী ও বশিষ্টজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শুভ্রা মুখার্জী হাসপাতাল পুর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়ন করা নড়াইলবাসীর প্রাণের দাবি। এছাড়াও উক্ত হাসপাতাল স্থানান্তরের ব্যাপারে যারা ষড়যন্ত্র করছে তাদেরকেও দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও বক্তারা হুঁশিয়ারি প্রদান করেন।
খবর ৭১/ ই: