খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করবে না আ.লীগ’

0
350

খবর৭১: বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করার কোনও ইচ্ছা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার (১০ জানুয়ারি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় যাদুঘর মিলনায়তনে থ্যালাসেমিয়া সম্পর্কে প্রচারাভিযানের উদ্বোধন উপলক্ষে এর আয়োজন করা হয়।

আগামী নির্বাচন আবাধ ও সুষ্ঠু হবে দাবি করে নাসিম বলেন, ‘আগামী নির্বাচন হবে স্বচ্ছ। কাউকে নির্বাচনের বাহিরে রাখতে চাই না। আমরা চাই খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক। খালেদা জিয়াকে নির্বাচনের বাহিরে রেখে নির্বাচন করার ইচ্ছা আওয়ামী লীগের নেই। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।’

‘হয়রানি করার জন্য বেগম খালেদা জিয়ার আদালত স্থানান্তর হয়েছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমরা কাউকে হয়রানি করতে চাই না। খালেদা জিয়া হোক আর যেই হোক। হয়রানি করার জন্য আদালত স্থানান্তর করা হয়নি। তার নিরাপত্তার জন্য আদালত স্থানান্তর করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০১৮ সাল হবে আওয়ামী লীগের জন্য নির্বাচনের বছর। এ বছর বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে এটাই স্বাভাবিক।’

বেসরকারি হাসপাতাল মালিকদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি আবারও আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোগীদের ভেজাল রক্ত দিবেন না। কোনও ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here