তালা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি বনভোজন

0
492

সেলিম হায়দার : সাতক্ষীরার তালা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি বনভোজন সোমবার (৮ জানুয়ারী) রাতে কাব কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান এবং তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম।

এ সময় তালা প্রেসক্লাবের সিনিয়র সদস্য গাজী সুলতান আহমেদ, এসএম লিয়াকত হোসেন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, কাবের সদস্য প্রভাষক নজরুল ইসলাম, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, আকবর হোসেন, মোঃ নূর ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, সুমন রায় গনেশ, মোঃ রবিউল ইসলাম, মোঃ তাজমুল ইসলাম, মিজানুর রহমান, এস,কে রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here