ধানমন্ডি, ঢাকা সংবাদদাতা :
কসমস হলিডে (সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ) এর পরিচালক, বিশিষ্ট সমাজ সেবিকা, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, নারীনেত্রী ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি “শান্তি সম্মাননায়” ভূষিত হয়েছে। তিনি “বিশ্ব সুরক্ষা মানবাধিকার সোসাইটি” কর্তৃক “মানবাধিকার শান্তি সম্মাননা-২০১৭” এ ভূষিত হন। ৬ জানুয়ারী ২০১৮ ইং বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল ডিভিশনের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া’র হাত থেকে তিনি “শান্তি সম্মাননা” পদক গ্রহণ করেন।
এদিকে তিনি “শান্তি সম্মাননায়” ভূষিত হওয়ায় রবিবার দুপুরে (৭ জানুয়ারী ২০১৮ইং) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, কসমস হলিডের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। এসময় “শান্তি সম্মাননায়” ভূষিত সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতিও সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে তাদের অভিনন্দন জানান। আর তিনি বলেন, এ সম্মান আমার একার নয়, এ সম্মান কসমস হলিডে পরিবারের। এ সম্মাননা আমি কসমস হলিডে পরিবারকে উৎসর্গ করছি। আমি আমার কাজের মাধ্যমে সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।
খবর ৭১/ইঃ