সিরিয়ায় বিস্ফোরণে নিহত ২৩

0
316

খবর৭১: সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, একটি ছোট বিদ্রোহী দলের সদর দপ্তরে এ বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে সাত জন বেসামরিক লোক বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ খবর প্রকাশ করা হয়। খবরে বলা হয়, কেউ কেউ এটিকে গাড়িবোমা বিস্ফোরণ, আবার কেউ ড্রোন হামলা বলে জানিয়েছে।

সিরিয়ায় যুদ্ধ পর্বেক্ষণকারী অবজারভেটরি জানায়, ধসে পড়া ভবন ও তার আশপাশের ভবন থেকে উদ্ধারকর্মীরা ‍এখনও উদ্ধার তৎপড়তা চালিয়ে যাচ্ছেন। বিদ্রোহীদের ওই গোষ্ঠীর নাম আজনাদ আল-কোয়কাজ। তবে তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আজনাদ আল-কাউকাজ গ্রুপে শত শত এশীয় যোদ্ধারা কাজ করে। আল-কায়েদার সাবেক শাখা ফতেহ আল-শাম ফন্টের পাশাপাশি এরা য়ুদ্ধ করছে। গত বছর সিরীয় সেনাবাহিনীকে প্রতিহত করতে এই গ্রুপ কাজ শুরু করে।

তুরস্কের সীমান্তসংলগ্ন ইদলিব প্রদেশই হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের শক্তিশালী ঘাঁটি। ২০১৫ সালে সিরিয়ার সেনাবাহিনীর কাছ থেকে ইদলিব দখল করে বিদ্রোহী দল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here