আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-নির্বাচন সু-সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীনভাবে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আলহাজ্ব আমিনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব জুলহাস উদ্দিন দুলু ও সাংগঠনিক সম্পাদক পদে আজাদুল ইসলাম সরকার সাবু পুণঃ নির্বাচিত হয়েছেন। সমিতির ১২টি পদের মধ্যে ৭টি পদে ৮৪ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আসকর রহমান সরকার ৫৮ ভোট পেয়ে সহ-সভাপতি, লুৎফর রহমান সরকার ৫৪ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক, রফিকুজ্জামান মিজান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। এছাড়া, ধর্মীয় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাঈদার রহমান রঞ্জু। নির্বাচনে ৫টি সদস্য পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, এর আগে গত ১ জানুয়ারি সমিতির মোট ১২টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও ধর্মীয় সম্পাদকসহ ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন দলিল লেখক আবু সাঈদ সরকার বক্কর।
খবর৭১/এস: