সুন্দরগঞ্জে হাড় কাপানো শীতে ৩ জনের মৃত্যু

0
462

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে হাড় কাপানো শীতে ৩ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, সপ্তাহ জুড়ে প্রবাহমান শৈত্য প্রবাহ, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা জনিত কারণে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থাবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। এতে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা গ্রামের ফিরিদুল ইসলামের মেয়ে মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তানজিনা আক্তার তৃষা, ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আব্দুর রহমান (৭০) ও একই গ্রামের বঙ্কিম চন্দ্র (৬০) নামে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, উপজেলার শীতার্তদের জন্য এ পর্যন্ত ৮ হাজার ২০টি কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here