পাল্টে যেতে পারে শাকিবের মন’

0
401

খবর৭১: শেষের শুরু ১৫ জানুয়ারি। অর্থাৎ তারকা দম্পতি শাকিব-অপুর বিচ্ছেদের নোটিশের প্রথম শুনানী সেই দিন। আর বাকি রয়েছে মাত্র এক সপ্তাহ সময়। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে চলছে জোড় আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি এ বিষয়ে বলতে চাই, আমি ডিভোর্সের পক্ষে না, কারণ আমার একটি সন্তান রয়েছে। এ নিয়ে কথা বলে আর কথা বাড়াতে চাই না গণমাধ্যমে। এমনও হতে পারে, একদিনেই পাল্টে যেতে পারে শাকিবের মন। সেটা ভাগ্যের ব্যাপার। তবে আমি আর বেশি কথা বাড়াতে চাই না।’

এদিকে শাকিব খান বর্তমানে ‘আমি নেতা হবো’ সিনেমার শুটিংয়ে রয়েছেন ব্যাংককে। সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। এ বিষয়ে তার মন্তব্য জানতে তার সঙ্গে বেশ কয়েকবার ভাইবারে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার সাড়া পাওয়া যায়নি।

তবে শাকিব খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল এ বিষয়ে বলেন, তিনি এ বিষয়ে সুরহা হওয়ার মতো কোন ইতিবাচক সম্ভাবনা দেখছেন না। এছাড়া এ বিষয়ে আর কোন মন্তব্য করতে চাননি এ প্রযোজক।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here