সুর নরম করলেন ট্রাম্প

0
486

খবর৭১: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে টেলিফোনে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

এসময় তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্ভাব্য আলোচনা থেকে ভালো ফলাফল বেরিয়ে আসার প্রত্যাশা করেন। কিম জং-উনের সঙ্গে চলমান বাকযুদ্ধের মধ্যে সুর নরম করে এই প্রথম উত্তর কোরিয়ার মঙ্গল প্রত্যাশা করলেন ট্রাম্প।

রবিবার (০৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের একটি যৌথ সামরিক মহড়া স্থগিত করার কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়া শুক্রবার জানায়, তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি। প্রায় দুই বছর পর দুই কোরিয়ার মধ্যে সরসারি আলোচনা হতে যাচ্ছে। পিয়ংইয়ং পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখার জবাবে এ সামরিক মহড়া চালানোর কথা ছিল তাদের।

মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি কিম জং উনের সঙ্গে কথা বলতে আগ্রহী, তবে তা পূর্ব শর্ত ছাড়া নয়। তিনি বলেন, ‘অবশ্যই আমি তা করতে পারি… এ নিয়ে আমার কোনো সমস্যা নেই।’

ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে দুই কোরিয়ার মধ্যে আলোচনা হতে যাচ্ছে। এর মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হওয়ার সুযোগও সৃষ্টি হবে বলে অনেকে প্রত্যাশা করছেন।

ট্রাম্প দাবি করছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ অব্যাহত রাখায় এ আলোচনা হতে যাচ্ছে। তবে তিনি দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নতিও দেখতে চান। ট্রাম্প বলেন, ‘দেখুন, তারা এখন অলিম্পিক নিয়ে কথা বলতে যাচ্ছে। এটি কেবল শুরু, বিশাল শুরু। আমি যদি অন্তর্ভুক্ত না হতাম, তাহলে তারা এই মুহূর্তে আদৌ কথা বলতে পারত না।’

ট্রাম্প আরো বলেন, ‘কিম জানেন আমি তালগোল পাকাচ্ছি না। আমি তালগোল পাকাচ্ছি না। যদি বলেন সামান্য, তাও না, এক শতাংশও না।’ এরপর তিনি বলেন, ‘যদি এই আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে আসে, তাহলে তা হবে মানবতার জন্য বিশাল কিছু, তা হবে এই বিশ্বের জন্য বিশাল কিছু।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here