সংসদ অধিবেশন বসছে বিকেলে

0
414

খবর৭১: নতুন বছরে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ বিকেল ৪টায়। তার আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে ১৯তম অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে। অধিবেশন কত দিন চলবে, কোন কোন বিষয়ে কত ঘণ্টা আলোচনা হবে- এসব নির্ধারিত হবে এ সভায়। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন বলে গত ২০ ডিসেম্বর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, এক অধিবেশনে শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সবশেষ গত ২৩ নভেম্বর সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়।

বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন সংসদে ভাষণ দেবেন। ইতিমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর রেওয়াজ অনুযায়ী দীর্ঘ আলোচনা হবে। এ হিসেবে জাতীয় সংসদের আসন্ন অধিবেশন দীর্ঘস্থায়ী হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here