সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের নিহতের সংখ্যা বেড়ে ৯

0
339

খবর ৭১:সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন বাংলাদেশি।

গতকাল শনিবার কর্মস্থলে যাওয়ার পথে জিজান নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাত বাংলাদেশি নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আরো দুইজন মারা যান।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের দুলাল, কিশোরগঞ্জের জসিম, টাঙ্গাইলের সাইফুর রহমান, নরসিংদীর আলমগীর হোসেন ও মো. ইদন এবং নারায়গঞ্জের মতিউর রহমান।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here