মোঃ জহির রায়হান-সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলাধীন পাবনা-ঢাকা মহাসড়কের শাহজাদপু্েরর তালগাছিতে বাসের ধাক্কায় বেল্লাল হোসেন (১৭) নামের এক ট্রলি চালক নিহত ও হেলপার আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালগাছি হাইস্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বেল্লাল উল্লাপাড়া উপজেলার রাজমান চর পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় দোকানদার আসলাম উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইট বোঝাই একটি ট্রলিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় পাবনাগামী একটি যাত্রীবাহী বাস। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে ঘটনাস্থলেই নিহত হয় বেল্লাল। এ ঘটনায় ট্রলির হেলপার আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ওসি আব্দুল কদের জিলানী জানান, দর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থল অনেক দূরে হবার কারণে পুলিশ যেতে দেড়ি হওয়ায় কোনো কিছু পাওয়া যায়নি।
খবর৭১/এস: