চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো অব্যহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী কারাগার থেকে মুক্তি পেয়ে ছুটে আসেন চৌগাছা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে। তিনি ক্লাবে উপস্থিত হয়ে নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিএনপি নেতা তরিকুল ইসলাম ডাবলু, আব্দুল মুজিদ, অহিদুল ইসলাম ভোদড়, বাবলুর রহমান, আঃ হাই, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুবনেতা মফিজুর রহমান, লিটন হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ছাত্রনেতা জসিম উদ্দিন প্রমুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি শাহানুর আলম উজ্জ্বল, সিনিয়র সহ সভাপতি মোঃ বাবু, সহ সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পদক অমেদুল ইসলাম, সাংবাদিক কবিরুল ইসলাম, শামীম রেজা, শওকত আলী, দেওয়ান সুজন উপস্থিত ছিলেন।
খবর৭১/এস: