খবর ৭১: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৬ষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালতে হাজির হয়ে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ১১টা ৪২ মিনিটের দিকে তিনি রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে গিয়ে পৌঁছান। এর আগে বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন তার গুলশানের বাস ভবন ফিরোজা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এর আগে ২৮ ডিসেম্বর পঞ্চম দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা।