উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ গতকাল সকালে। নড়াইল সদর থানায় ওসি’র অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নড়াইল জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. কামরুজ্জামান ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল। ফুলেল শুভেচ্ছা শেষে ওসি’র সাথে মতবিনিময় করেন ছাত্রলীগের কর্মীরা। ওসি জানান, নড়াইলকে জঙ্গি, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিনিও পুলিশ সুপারের সাথে দৃঢ়প্রতিজ্ঞ। একাজে তিনি ছাত্রলীগের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য যে, নড়াইলের সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এখানে যোগদান করার পূর্বে মেহেরপুরে কর্মরত ছিলেন। ছাত্রলীগের মতবিনিময়ের পূর্বে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক ওসির সাথে মতবিনিময় করেন মঙ্গলবার।