খবর ৭১: রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পুলিশের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ৯ টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রলীগের একজন নেতাকেও আটক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।